মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা ব্যুরো প্রধান
সাতক্ষীরায় উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষকরা বেতন পাচ্ছেন না দুই বছর ধরে। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এরই প্রতিবাদে ও বকেয়া বেতনভাতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে এই মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। পরে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও ব্যুরোর মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষকরা। শিক্ষকদের এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এ বি এম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন, কানিজ ফাতেমা প্রমুখ।
এসময় এবিএম মোখলেসুল হক বলেন, সরকারের শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিভাগ হল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। সাতক্ষীরায় সরকারের সাথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস। এই বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্ত পরিচালক ঈমান আলী ২৪ মাসজুড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের জন্য ভাড়াকৃত স্কুলগুলোর ভাড়া প্রদান করছে না। দেয়া হচ্ছে না শিক্ষক ও সুপারভাইজারদের বেতন ভাতা। অনেকে এই অবস্থায় সংকটাপন্ন জীবন যাপন করছেন। বেতন চাইলে দেওয়া হচ্ছে চাকরি চ্যুতির হুমকি।
আন্দোলনরত শিক্ষকরা অবিলম্বে বকেয়া বেতনভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।