বানারীপাড়া প্রতিনিধি :-
বরিশালের বানারীপাড়ায় বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে সকল প্রতিষ্ঠানের প্রধানরা এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন সৈয়দকাঠী ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার। তিনি বলেন প্রধান উপদেষ্টা একজন বিজ্ঞ ও দেশবরন্য নেতা।
শিক্ষ্য উপদেষ্টা একজন বরণ্য ব্যাক্তিত্ব তিনি অবশ্যই বিষয়টি আমলে নেবেন। এ ছাড়াও তিনি আরো বলেন আমাদের এই শান্তি পূর্ন আন্দোলন করছি। আমাদের যেন কঠিন আন্দোলনের ডাক দিতে না হয়। এসময় আরো বক্তব্য দেন বাইশারী ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, আব্দুল লতিফ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান, বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।