ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

50
admin
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হকের সভাপতিত্বে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, র‌্যালি ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ। অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন থানার নবাগত ওসি মোঃ হাছনাইন, বোরহানউদ্দিন থানার নবাগত ওসি সিদ্দিকুর রহমান, চরফ্যাশন থানার নবাগত ওসি মিজানুর রহমান। এক সময় আরো বক্তব্য রাখেন পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলার সমন্বয়ক ও আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য জিদান আনবীর, পাঠক বন্ধুর যুগ্ম আহ্বায়ক ডাঃ হোসাইন মাহমুদ, মোঃ জাবেদ, মোঃ নাহিদ ইসলাম, মোহাম্মদ জাহিদ হাসান, মোঃ মমিনুল ইসলাম, তন্ময়, মোঃ তানজিল, সাথী সাহা, রিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, আজকের পত্রিকা দেশের একটি অন্যতম প্রিন্ট মিডিয়া। সাথে সাথে আজকের পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের খবর মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই। আজকের পত্রিকার পাঠক বন্ধু আজ একটি মাদক বিরোধী অনুষ্ঠানের আয়েজন করেছে। আমি আপনাদের এই কার্যক্রমকে স্বাগত জানাই, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শিক্ষার্থী। আমরা চাই তরুণ প্রজন্ম মাদক কারবারিদের বিরুদ্ধে এগিয়ে আসবেন।

আমরা আপনাদের সহযোগিতা চাই, ভোলা জেলা পুলিশ সব সময় আজকের পত্রিকার পাঠক বন্ধুর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকব। এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এখনো ও রয়েছে, ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করে আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলার যুগ্ম আহবায়ক মোঃ শাফায়াত হোসেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।