নিজস্ব প্রতিবেদক
শিশুদের ক্ষমতায়ন ও শিশু বান্ধব বাংলাদেশ তৈরির লক্ষ্যে জাতীয় শিশু ফোরামের প্রতিনিধি ও কাহারোল এপি শিশু ফোরামের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপি’র কার্যালয়ে দুপুর সাড়ে ২ টায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় কাহারোল ‘প্রান ভোমরা’ শিশু ফোরামের’র সভাপতি মোঃ সাকিব আল হাসান সভাপতিত্ব করেন। এতে এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস, চাইল্ড প্রটেকশন অফিসার মার্টিন সিংহ,রংপুর বিভাগীয় শিশু ফোরামের সাবেক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, ওয়ার্ল্ড চাইল্ড এন্ড ইয়ুথ ফোরামের স্পনসরশীপ ম্যানেজার কে.এন তানি, ন্যাশনাল চাইল্ড এন্ড ইয়ুথ অ্যাডভাইজরি কাউন্সিলের পুষ্টি বিষয়ক উপদেষ্টা আয়শা সিদ্দিকা, জাতীয় শিশু ফোরামের সদস্য নিলয় দেবনাথ,’প্রান ভোমরা’ শিশু ফোরামের সম্পাদক শোভা রায় সহ এত্র শিশু ফোরামের ৩০ জন সদস্য আলোচ্য সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত শিশু ফোরামের সদস্যরা তাদের ফোরামের সফলতা, প্রতিবন্ধকতা ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। এরপর বক্তারা শিশু ফোরামের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।