ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার প্রতিনিধিদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

50
admin
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৫ সেপ্টেম্বর মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বৈষম্যবিরোধী দেশ গঠনে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান এবং জেলা পুলিশ জামালপুর পেশাদারিত্বের সাথে সকল স্তরের জনগনের সহযোগিতা নিয়ে জামালপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সকল অপরাধ দমনসহ জনবান্ধব পুলিশিং এর আশাবাদ ব্যক্ত করেন। সভায় আগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা সমন্বয়ক ও সদস্যগণ পুলিশ সুপার মহোদয়কে সমসাময়িক বিভিন্ন আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, মাদকসহ অন্যান্য বিষয়ে অবগত করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন- ‘জামালপুর জেলা পুলিশ যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে আছে। কোথাও কোন অনিয়ম বা অপকর্ম হতে দেখলে তাৎক্ষণিক জেলা পুলিশকে তথ্য দিয়ে দিয়ে সহায়তা করুন।

আমাদের কোন ভুল হলে সেটা আমাদের ধরিয়ে দিন। পুলিশ কর্তৃক কোথায় কেউ হয়রানির স্বীকার হলে আমাদের জানান। ’ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যগণ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।