এহছান এলাহী নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলেই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা । এতে হাঁটু পরিমাণ পানি জমে এ মাঠে। এ অবস্থা জলঢাকা পৌরসভা ১নং ওয়ার্ডের দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এতে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টির মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হলেই মাঠটি জলাবদ্ধতার সৃষ্টি হয় থাকে। জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড় ও ভিজে যায় বই খাতা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না।
এছাড়া, মাঠে জমে থাকা কাদা পানির কারণে শিক্ষার্থীরা শরীর চর্চা ও জাতীয় সংগীত গাইতে পারে না। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানায় শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের বলেন, বৃষ্টি হলেই তাদের যাতায়াতের সমস্যা হয়।
তাই দ্রুত এ সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, মাঠটি শুধু স্কুলের ছাত্র-ছাত্রীদেরই নয়, এখানকার যুবকদেরও খেলাধুলার মাঠ। মাঠটি সংস্কার করা এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।
জলাবদ্ধতা নিরসনে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অনিল রায় গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, একটু বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও মেধার বিকাশ ঘটানোর জন্য মাঠটির জলাবদ্ধতা নিরসনের বিশেষ প্রয়োজন।
পরিশেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফা বেগম এর কাছে বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যম কে জানান, দুন্দিবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মধ্যে এটি একটি ভালো বিদ্যালয়। মাঠ ভরাটের বিষয়ে এটি তালিকাভুক্ত রয়েছে। প্রকল্প অনুযায়ী তালিকা পাঠিয়েছি আশা করি বিদ্যালয়টির সমস্যা দ্রুত সমাধান করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।