মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
শিশু ও যৌন পাচার প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে সভা করেছে অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখা। এ উপলক্ষে শহরের শাহপুরস্থ গোরস্থান মোড় এলাকায় অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখা কার্যালয়ে শনিবার বেলা চারটার দিকে সভার আয়োজন করা হয়।
সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু, মো: জাহাঙ্গীর সেলিম, সুলতান আলম, মঞ্জুরুল হক, মো: খোরশেদ আলম ও মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন,অপরাজেয় বাংলাদেশ জামালপুর সেন্টারের ম্যানেজার মো: আশরাফুল ইসলাম,সমাজ কর্মী আব্দুল মোতালেব বাদল, সমাজ কর্মী আফিয়া আফসানা, কাউন্সিলর অব ম্যানেজমেন্টের মোসলিমা জান্নাত মিলি ও শিক্ষক মনিজা খাতুন।
চাইল্ড সেক্স ট্রাফিকিং শিশু যৌন পাচার প্রতিরোধ প্রকল্প ইউএসের ফ্রিডম ফান্ডের অর্থায়নে আয়োজিত সভার বক্তব্য উপস্থাপনে সেন্টার ম্যানেজার আশরাফুল ইসলাম এ প্রকল্পের আওতায় ১৮ বছরের নিচে বয়সী শিশুদের কেউ যদি নির্যাতনের শিকার হয়, তাহলে সঙ্গে সঙ্গে এই অপরাজেয় বাংলাদেশে সেন্টারের দায়িত্ব প্রাপ্তদের অবহিত করার কথা বলেন।
এ ছাড়া তিনি রানীগঞ্জ পতিতা পল্লীর যে সকল পতিতা ৫০ বছরের উর্ধ্ব রয়েছে তাদেরকে এ প্রকল্পের মাধ্যমে কর্ম সংস্থান সৃষ্টি করে দেয়ার কথা বলেন। পরে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা জামালপুর কার্যালয়ের পক্ষ থেকে ২৪০ পিস স্যানোরা প্যাড দেওয়া হয় অপরাজেয় বাংলাদেশ জামালপুরকে।