নিপুন জাকারিয়া :-
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অবাধ তথ্য প্রবাহকে কাজে লাগিয়ে উন্নয়ন সমাজ ব্যবস্থায় বর্তমান সরকারের কাম্য।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে জামালপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথ ভাবে দিবসটি পালনের আয়োজন করে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে জেলার ফৌজদারী মোড়ে মানববন্ধন আয়োজন করা। পরে জেলা প্রশাসন অভিমূখে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ্য সতর্ক থাকতে হবে। এবং তথ্য বিভ্রাট রোধে মানুষের কাছে সঠিক তথ্য পৌছাতে হবে। বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের যে সুযোগ রয়েছে, তার সঠিক ব্যবহার করতে হবে। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ সাল থেকে কার্যকর থাকলেও এটির সুফল এখনো সাধারণ জনগণের ধুরগুরাই পৌচ্ছানো সম্ভব হয়নি ।
জনগনের কোন ধরণের তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে এবং কোনটি নেই এই বিষয়ে আরো সচেতন করতে হবে। তিনি বলেন এই আইন সম্পর্কে জনগনকের অবহিত করার জন্য জামালপুরে সনাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য সকল সরকারি দপ্তরে ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য নির্দেশনা প্রদান করা হবে। সকল দপ্তরের তথ্য ওয়েব পোর্টালে যথাযথভাবে থাকলে জনগনের সেবা পেতে সুবিধা হবে।
তথ্যের উন্মুক্ততা থাকলে বিভিন্নরকম হয়রানিও কমে যাবে। সভায় আরো বক্তব্য রাখেন, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল মাহমুদম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রোকোনুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এড. ইউসুফ আলী, সাংবাদিক ফজলে ইলাহী মাকাম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর ফিল্ড সুপারভাইজার মো: এমদাদুল হক সহ আরো অনেকে।
জানা যায়, জামালপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন তথ্য অধিকার আইন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন। দিবস উপলক্ষ্যে ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ বিষয়ে উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া কো-অডিনেটর মো: আরিফ হোসেন, জামালপুর।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।