রুবেল আহমেদ, ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২৯শে সেপ্টেম্বর রবিবার ধনবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মদন দাস এসময় উপস্থিত ছিলেন। তিনি আসন্ন দূর্গাপূজা সুষ্ঠু সুন্দর ভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সহ ধনবাড়ী উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতি বছর দুর্গাপূজা এলেই আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকে যায়, কিন্তু ধনবাড়ীতে এখন পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে অপ্রিতিকর ঘটনা ঘটেনি বা আইন শৃঙ্খলার অবনতি হয়নি। তারপরও হিন্দু সম্প্রদায়ের সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে পারে সেই জন্য এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন ধনবাড়ীতে মোট পূজা মণ্ডপের সংখ্যা ৩২ টি এর মধ্যে ৭ টি পূজা মণ্ডপে অধিক নজরদারি থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে ইউনিফর্মধারী পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৪ পালনে সহায়তা করবে। সেনাবাহিনীর ক্যাপ্টেন মো রিফাত বলেন , সেনাবাহিনীর টহল থাকবে ধনবাড়ীতে সুষ্ঠু ভাবে শারদীয় দুর্গাপূজা ২০২৪ পালনে সর্বোচ্চ সতর্কতা নিয়ে। নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ রাখতে মোবাইল ফোন নাম্বার সংগ্রহে রাখার আহ্বান জানান।যে কোন পরিস্থিতিতে ফোন করা মাত্রই সেনাবাহিনী পৌঁছে যাবে। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন , সর্বোচ্চ সতর্কতা নিয়ে উপজেলা প্রশাসন এবার ধনবাড়ীতে শারদীয় দুর্গাপূজা ২০২৪ পালন করতে সহায়তা করবে। প্রতিটি মন্ডপে উপজেলা পরিষদের অফিসার নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। গ্রাম পুলিশ থাকবে দুই জন করে প্রতিটি পূজা মণ্ডপে।
একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবহিত করার জন্য। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান মসজিদের আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে রাখার অনুরোধ করেন । সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।