মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার।’ এই স্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। এ উপলক্ষে রবিবার বেলা ১০.৩০ টায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের অডিটোরিয়ামে শিশুদের আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ।তিনি বলেন,”শিশুদের অধিকার বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।”তিনি আরও বলেন, প্রত্যেক শিশুকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ায় ও খেলাধূলায় দেশ-বিদেশে সুনাম অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাঃ এনামুল হক, ওয়ার্ল্ড চাইল্ড এন্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী মেহেদী হাসান মুরাদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নুরুন্নবী, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক শিমন সরকার, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সম্পাদক আশিকুর রহমান মন্ডল।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমি উপজেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা এম এ ওয়াহেদ বলেন, “প্রতিটি ঘরে ঘরে সোনার সন্তান তৈরিই আমাদের লক্ষ্য।” সভা সঞ্চালনা করেন শিশু শিল্পী বৈশাখী। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।