ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন

50
admin
অক্টোবর ২, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাত হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ

সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার। জেলা বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আক্তারুজ্জামান, গণফোরাম নেতা আলিনুর খান বাবুল, কবি স ম তুহিন, আমিনুর রশীদ, সুশাসনের জন্য নাগরিক সুজন’র সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, বীর মুক্তিযোদ্ধা আবু কাজী প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে অনেক অর্জনের মধ্যেও নির্বাচনকে ঘিরে সহিংসতা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদসহ ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের অভিজ্ঞতার মধ্যদিয়ে আমরা যাচ্ছি।

একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এ জাতি মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতা প্রাপ্তির অর্ধশতাব্দী পরেও আমরা দেখছি যে, আমাদের সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমানে সহিংসতামুক্ত শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ গড়ার সুযোগ তৈরী হয়েছে।

এই দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা ঐক্য ও শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরস্পরের প্রতি সদভাবাপন্ন। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিটি ধর্মের মর্মবাণী হলো, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।