জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা প্রশাসককের উদ্যোগে বিডি ক্লিনকে সাথে নিয়ে ‘মশার প্রজননস্থান বিনষ্টকরণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান করেন এবং অভিযানে উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
বরগুনা পৌরসভার আয়োজনে ও বিডি ক্লিন বরগুনার সহযোগিতায় বুধবার (২ অক্টোবর ২০২৪ইং) সকাল ১০টায় বরগুনা পৌরসভার ৫নং ওয়ার্ডের বরগুনা মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমতলা পাড় খালে ময়লা আর্বজনা অপসারণের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা হয়। প্রায় শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দেশের বিভিন্ন জায়গার মতো বরগুনায়ও ডেঙ্গুর প্রাদুর্ভার বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসকের এই উদ্বোধনের মধ্যদিয়ে মশা প্রজননের নিরাপদ স্থানটি আবার পরিচ্ছন্ন একটি জলাশয়ে পরিণত হবে এবং ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে বলে এলাকাবাসীর ধারণা। জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম তিনি বলেন, পাঁচ বছর যাবৎ দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ঢাকার পরে বরিশাল বিভাগের বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি ছিলো। এবারও হঠৎ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমাদের এখানে যে খালগুলো আছে, সেগুলোর মধ্যে কচুরিপানা ,ময়লা আবর্জনা আছে।
এলাকার লোকজন বাড়ির ময়লা আবর্জনা ফেলে খালটিকে ব্যবহারের অযোগ্য করে তুলেছে। খালটি মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। পৌরবাসী যদি ময়লাগুলোকে খালে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলে তাহলে খাল খালটি পরিচ্ছন্ন থাকবে এবং মশার প্রজননও বন্ধ হয়ে যাবে। আমাদের এ পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
এক সময়ের নৌকা চলাচলের খালটি এখন মৃত প্রায়। বাসতবাড়ি ময়লা আর্বজনা ও কচুরিপানায় খালটি একটি ভাগাড়ে পরিণত হয়েছে। অনেকেই দখল করে নিয়েছে খালের অনেকটা অংশ। খালের অনেকটা অংশ ড্রেনে পরিণত হয়েছে।