মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্রগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানার একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে এঅভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। প্রবর্তক এর মোড় এলাকায় ‘ইকুইটি জিএফ ফরচুনা মলে’র ৫ম তলায় অবস্থিত বিভিন্ন ফাস্ট ফুড এর প্রতিষ্ঠান তদারকিকালে দেখা যায়, বিরিয়ানির বক্স কাবাব এন্ড ক্যারি নামক ফাস্ট ফুড এর প্রতিষ্ঠানটি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে খাদ্য দ্রব্য রান্না প্রস্তুত করছে।
এর প্রেক্ষিতে ঐপ্রতিষ্ঠানটিকে ৮,০০০/ হাজার টাকা জরিমানা করা হয়। 9Teeen Candle নামক ফাস্ট ফুড এর প্রতিষ্ঠানটি বাসি রাইস এবং ভেজিটেবল বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ করছেন, মেদছাড়া চিজ, ভাজা পোড়া পুরনো তেল ব্যবহার, সাইস সিদ্ধ করার পানিতে তেলাপোকা পাওয়া যায়। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ৬০,০০০/হাজার টাকা জরিমানা করা হয়।Crunch ‘ নামক প্রতিষ্ঠানে বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ ও কর্ণফ্লাওয়ার এর মধ্যে জীবন্ত একাধিক তেলাপোকা এবং পচা আলু ফ্রাই করে ফ্রিজে সংরক্ষণ করার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ৬০,০০০/হাজার টাকা জরিমানা করা হয়।gfood’ এ মেয়াদ বিহীন পাউরুটি, ঘি খাবার তৈরিতে ব্যবহার, গতদিনের বাসি ক্রিপ্সি চিকেন ফ্রিজজাতের। প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ১০,০০০/হাজার টাকা জরিমানা করা হয়।
৪টি প্রতিষ্ঠানকে মোট ১,৩৮,০০০/- জরিমানা আরোপ ও আদায় করে ভবিষ্যতে যেন এধরনের অপরাধে সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এসময় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপপরিচালক), নাসরিন আক্তার ( সহকারী পরিচালক), জনাব রানা দেব নাথ (সহকারী পরিচালক, জনাব মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক)। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।