আহসান হাবীব সুমন, বিশেষ প্রতিনিধি
জামালপুর -দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের পৌরসভার হাটচন্দ্রা মোড় এলাকায় সাইনবোর্ডধারী এ বাড়ির মালিকের লোকজন উঠতি বয়সী কয়েকটি সরকারি তালগাছ কেটে সরকারি সড়কের সাথে ওই নবনির্মিত বাড়ির সংযোগ রাস্তা তৈরি করছে।
সাংবাদিক রাজন্য রুহানী ও মাহমুদুল মুক্তা তালগাছ কাটতে বাধা দিতে গেলে তাদের হুমকি দেয় এই বাড়ির লোকজন।
এই গাছ কাটার ব্যপারে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগের সাথে যোগাযোগ করে বাংলাদেশ পরিবেশে আন্দোলন বাপা জামালপুর জেলা শাখার নেত্রীবৃন্দরা সরজমিনে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য দপ্তর গুলো কে অবগত করেন বাপা জেলা শাখা।
বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষায় যেখানে সরকার এবং পরিবেশ কর্মীরা প্রাণপনে চেষ্টা করছে তালগাছ রোপনের জন্য সেখানে কোন এক ব্যারিস্টার এভাবে নিয়মনীতি না মেনে নির্বিচারে তালগাছগুলো কেটে ফেললো কোন শক্তির বলে। সেই খানে গাছ কাটার প্রতিবাদকারী দুই সাংবাদিককে হুমকি যেমন পরিবেশে হুমকির মুখে আবার খমতার অপব্যায় মানছে না রাষ্ট্রীয় আইন যেই খানে জলাবায়ু পরিবর্তনের জন্য সরকার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে এই যদি হয় বাংলাদেশের খমতাশিন আমলাদের দের এরকম অবস্থা তাহলে গোটা দেশটার কি অবস্থা।
বাড়ির সামনে তালগাছগুলো থাকলে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আপনার বাড়ির লোকজন বজ্রপাতের ঝুঁকি থেকে সুরক্ষায় থাকতো। আপনার বিবেকবোধ দেখে হতবাক পুরো জাতি, এজন্য পরিবেশে আন্দোলন বাপা ও সাংবাদিক মহল পরিবেশ কর্মীরা এর তীব্র নীন্দা ও প্রতিবাদ জানাই সাথে সাধারণ জনগন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কঠোর পদক্ষেপ নিবেন বলে আশা করছে প্রতিবাদ কারীরা।