এম এস হান্নান, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।
কক্সবাজার জেলার সদর থানার অন্তর্গত আব্দুল শুকুরের বিরুদ্ধে মার ধরের অভিযোগ করেছে একই থানার ফজল আহমেদ। গত ২৫ শে অক্টোবর সকালে ফজল আহমেদ সহ ৭জন কর্মচারী ও নিজের বেতন ভাতা চাইতে গেলে আব্দুল শুকুর তার উপর চওড়া হয়ে বেধড়ক মারপিট করে সেই সাথে তার লোকজনের উপর বেতন ভাতা না দিয়ে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। গত৩০ শে অক্টোবর ২০২৩ ইং, ফজল আহমেদ কক্সবাজার সদর থানায় আব্দুল শুকুরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরনে জানা যায়, ফজল আহমেদ তার ৬ জন লোক নিয়ে আব্দুস শুকুরের আল্লাহর দান মাছ ধরার বোর্ডে এক মৌসুমের জন্য বিভিন্ন জনের নির্ধারিত মূল্য চাকুরী করতে থাকে। ফজল আহমেদ ও তার মাঝি সহ মাছ ধরিয়া নিয়ে আসলে সেই মাছ বিক্রি করলেও তাদেরকে কোন আর বেতন বা টাকা দেওয়া হয় না।অবশেষে ফজল আহমেদ বেতন পাওনা হয় একাশি হাজার পাচ শত (৮১,৫০০) টাকা। সঙ্গীয় ৬ জনের বেতন পাবে মোট এক লক্ষ আটানব্বই হাজার (১,৯৮০০০) টাকা।
জানা মতে, এক (১) কোটি টাকার মাছ বিক্রি করলে আব্দুল শুকুর মিথ্যা কথা বলে যে সে ৫৪ লক্ষ টাকার মাছ বিক্রি করেছে।বর্তমানে ফজল আহমেদ সহ ৬ জন খুবই করুন অবস্থায় দিনাতিপাত করছে।পরিবার-পরিজন নিয়ে খুবই দন্য দর্শায় রয়েছে।এমতা অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে ফজল আহমেদ তার দাবি বেতন- ভাতাসহ তাদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য জোর দাবি জানাচ্ছে।