মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভেঙে মার্কেট নির্মাণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টার দিকে শুকুরেরহাট কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি রংপুর-খালাসপীর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকরে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কের ধারে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতশত শিক্ষার্থী ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন
সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, শহিদ ইসলাম, হযরত আলী প্রমুখ। তারা বলেন, শ্রেণিকক্ষ ভেঙে নির্মিত মার্কেট বন্ধ অবিলম্বে করে দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টিতে শ্রেণীকক্ষ সংকট রয়েছে। শিক্ষার্থীদের ঠিকমত লেখাপড়া করার মত পরিবেশ নেই। বিদ্যালয়টিতে নেই কমন রুম, কম্পিউটার ল্যাব, পাঠাগার, নামাজ ঘর ও পর্যাপ্ত টয়লেট সুবিধা।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো: শাফিন মিয়া ও শহিদ ইসলাম বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি নানা অনিয়ম ও দূর্নীতিতে জর্জরিত। প্রধান শিক্ষক ও সভাপতি মিলে প্রতিষ্ঠানটি বানিজ্যিক কেন্দ্রে পরিণত করেছেন। কিন্তুু শিক্ষার্থীদের কথা তারা একটুও ভাবছেন না।
শিক্ষার্থী আল-আমিন বিশ্বাস ও শহিদুল ইসলাম বলেন, ‘শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে সেটি ভেঙে মার্কেট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন সভাপতি ও সহকারী শিক্ষক। সেগুলো পুনরায় শ্রেণীকক্ষে রুপান্তর করতে জোর দাবি জানাচ্ছি।’
শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, সড়কের ধারে শ্রেণিকক্ষে শব্দ দুষণের কারণে পড়ালেখায় অসুবিধা হয়। তাই কয়েকটি কক্ষ ভেঙে মার্কেটে রুপান্তর করা হয়েছে। পাঠদানের জন্য যথেষ্ট কক্ষ রয়েছে।