ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বান্দিগড়ে জমি জবর দখলের মাধ্যমে গাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে। ঐ এলাকার মো: আরিফুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্পের সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, আরিফুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার হাবিবপুর মৌজার, জেএল নং–৩০, এস,এ খতিয়ান নং-১৬ এর অন্তগত ২৮৩ নং– গাগে ৩ দশমিক ১২ একর জমি ক্রয় করে ভোগদখলে ছিল। ঐ জমির খতিয়ানে সরফরাজ খাঁন চৌধুরীর নামে রেকর্ড ছিল। তার কাছ থেকে অভিযোগকারী আরিফুর রহমান ১৯৮৬ সালের ২ মার্চ ৩ হাজার ১৬৪ নং- দলিলমূলে ক্রয় করে সেখানে আলু, ইক্ষু ও মূলা সহ বিভিন্ন ফসলাদি লাগিয়ে ভোগ দখলে ছিলেন।
এ অবস্থায় গত ৬ আগষ্ট বিকেলে ঐ গ্রামের মো: নুরুজ্জামান (৩৮), মো: নাহিদ (৩২), মো: গংগরু (৫৫), মো: জালাল, মো: লুৎফর রহমান, মো: আরিফ, মো: কশিম উদ্দীন, মো: নুর ইসলাম, মো: শাহিন ও মো: হামিদুল ঐ জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলে নিয়ে গাছ রোপন করে বেদখল করেন। এ অবস্থায় উল্লেখিত জমির জবর দখলদারদের হাত থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আরিফুর রহমান।