নিপুন জাকারিয়া :-
জামালপুরের টিউবওয়েলপাড় মোড়ে ঘন ঘন সড়ক দুর্ঘটনা বন্ধের যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকা বাসী।
৯ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে ঝুঁকিপুর্ণ রাস্তায় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনে অংশ নেন, স্থানীয় এলাকা বাসী, বেলটিয়া কামিল মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী ও নানা সংগঠন সহ নানা পেশা জীবি মানুষ।
মানববন্ধনে বেলটিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হান্নান সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপধ্যক্ষ কামরুজ্জামান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন (শিক্ষক সমিতি) জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ওমর ফারুক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার সমিতির সভাপতি মাহবুবুর রহমান মাসুদ, বিএনপি নেতা বায়োজিদ, জেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক মাহামুদুল হাসান মানিক, কুটামনি মাদ্রসার সুপার মাওলানা ওয়াদুদ, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর ইশরাক হোসেন ইকলাস, রাকিব হাসানসহ অনেকে।
মানববন্ধন শেষে, রাস্তাটিকে দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ দাবী করে সংস্কারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মৃত্যুরোধের নানা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তারা। এলাকাবাসীর দাবি, টিবওয়েলপাড় মোড়ে স্থাপিত পুরনো পৌরতোরণটি অপসারণ করে উপযুক্ত স্থানে পৌরতোরণ নির্মাণ, বিদুৎ খুঁটি অপসারণ, গোলচত্ত্বর তৈরি, স্পীড ব্রেকার, রোড ডিভাইডার নির্মাণ ও দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েন করা অত্যন্ত জরুরি।
মানববন্ধনে বক্তারা জানান, ঢাকা-জামালপুর মহাসড়কের পাশে অবস্থিত জামালপুর সদর উপজেলা ও পৌরসভাধীন বেলটিয়া টিবওয়েলপাড় মোড়টি (বাইপাস) একটি ব্যস্ততম স্থান। এটি এখন মৃত্যুঝুঁকি ও দুর্ঘটনাপ্রবণ এলাকা। মোড়টি একই সঙ্গে টাঙ্গাইল, জামালপুর ও সরিষাবাড়ি যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। অথচ মোড়ের সামনে চালকদের জন্য কোন সর্তকতা নির্দেশক নেই। মোড়টির ত্রিমুখী হওয়ার জন্য দুর্ঘটনা ও প্রাণহানি ক্রমাগত বাড়ছেই। বক্তার আরো জানান, কয়েকদিন পরপরই এখানে মর্মান্তিক দুর্ঘটনায় অনেক তাজা প্রাণ ঝরছে।
এ মোড়ে গত সপ্তাহে দুর্ঘটনায় ড. আব্দুল মজিদ তালুকদার কলেজের একজন প্রভাষক নিহত ও একজন সহকারী অধ্যাপক মারাত্মকভাবে আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। সেই শোক কাটতে না কাটতেই একই জায়গায় গত ৪ অক্টোবর সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমান সহ তিনজন নিহত হয়েছেন। তাই কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে যথাযথ ব্যবস্থা যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।