ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কলমাকান্দায় সেতুর সংযোগ সড়কের নিচে মাটি ধস, বড় দুর্ঘটনার শঙ্কা

50
admin
অক্টোবর ১৩, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা জেলা প্রতিনিধি

সম্প্রতি অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া নামক স্থানে রসুর (লইচ্ছা) সেতুটি উভয় পাশের সংযোগ সড়কের নিচের অংশে মাটি ধসে গেছে। ওপরে ঝুলে আছে ঢালাই। এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। দ্রুত সংষ্কার না করা হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটছে।

বর্তমানে সেতুটির ওপর দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে পথচারীসহ প্রতিদিনই যাত্রীবাহী গাড়িসহ পিকআপ, অটোইজিবাইক, লরিসহ শতাধিক ছোটবড় যানবাহন চলাচল করছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের

এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে,  কলমাকান্দা উপজেলার  সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া নামকস্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্বাবধানে রসুর (লইচ্ছা) সেতুটি ২০০০ সালে নির্মিত হয়েছিল। প্রায় ৬ মাস আগে সেতুটি উভয় পাশের সংযোগ সড়কের নিচের অংশে মাটি ধসে গেছে। সম্প্রতি বন্যার পানির স্রোতে মাটি ভেসে গিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।  ছোট-বড় যানবাহন অনেকটা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। যার ফলে এলাকাবাসী ও পথচারীসহ বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারেন। যানবাহনের চাপের কারণে সেতুটি মুল সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় এলাকাবাসী। এ সড়ক দিয়ে যাতায়াত করে উপজেলার রংছাতি ইউনিয়নসহ পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার ২৫/৩০ হাজার মানুষ। বেশ কয়েকটি যাত্রীবাহী ডে-নাইটকোচ ঢাকায় আসা যাওয়া করে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত ও প্রতিনিয়ত অবৈধ বালু বোঝাই ইঞ্জিনচালিত নৌকার ঢেউয়ে সেতুসহ মহাদেও নদ তীরবর্তী বসত ভিটার মাটি ধসে ভাঙনের ফলে সৃষ্টি হয়েছে। এদিকে ভাঙন রোধে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বালুভর্তি বস্তা দিলেও কোনো কাজ হয়নি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।