শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি
খুলনা ৬ কয়রা পাইকগাছা আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম।
বুধবার সকাল ১১ টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে সাবেক ওই এমপি’কে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আনা হয়।থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (তদন্ত) তুষার কান্তি দাস বলেন, গত ২৬ আগস্ট থানায় ফসিয়ার রহমানের দায়েরকরা বিস্ফোরকদ্রব্য আইনে’র মামলায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানীন্তে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে সাবেক এমপি রশীদুজ্জামানের শাস্তির দাবিতে তাৎক্ষনিক উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকেরর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে। উল্লেখ্য ৫ আগস্টের পর থেকে আত্ম গোপনে ছিলেন সাবেক এমপি রশীদুজ্জামান।
সম্প্রতি পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র্যাব ৬ ও র্যাব ৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেন। খুলনা৬ (পাইকগাছা -কয়রা) দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।