মোঃ আব্দুল্লাহ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে বেশকিছু দিন যাবৎ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছিল। প্রতিটি পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকায় তারা রীতিমত হিমশিম খাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বাজার মনিটরিংয়ে নামে উপজেলা প্রশাসন।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। বিশ্বনাথ পৌর শহরের ভেতরের বাজার মনিটরিং করার সময় ব্যবসায়ীরা টের পেয়ে প্রতিটি পণ্যের দাম কমিয়ে আনেন। বিশেষ করে কাচামরিচ ২০০-২২০ টাকা দরে বিক্রি করলেও এসময় ৭০ টাকা কমিয়ে তারা প্রতিকেজি বিক্রি করেন ১৫০ টাকা। অভিযানের সময় অনেক ব্যবসায়ীরা দোকান ফেলেও চলে যান।
মনিটরিং চলাকালে সবজি বাজারে গিয়ে দেখা যায়, আলু প্রতিকেজি ৬০ টাকা, ঢেড়শ ৭০ টাকা, মূলা ৭০-৭৫ টাকা, বরবটি প্রতি হাটি ৯০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, সিসিঙ্গা ৭০-৭৫ টাকা, জিঙ্গা ৮০ টাকাসহ প্রতিটি নিত্যপণ্য বিক্রি চলছে।
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রেতাদের নাগালে রেখে ন্যায্য মূল্যে বিক্রি ও বাড়তি দাম নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও মনিটরিং চলাকালে সংবাদকর্মীদের জানান আলা উদ্দিন কাদের।
মনিটরিং কার্যক্রমে তাকে সহযোগিতা করেন বিশ্বনাথ পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কর্মকর্তা মনুজ কান্তি দেবনাথ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবুল বশর জুয়েল, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোতালেব হোসেনসহ থানার একদল পুলিশ।