সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপুর
রংপুর নগরীর গঙ্গাচড়া মডেল থানার নিলকচন্ডি গ্ৰামের মোহাম্মদ আলী জমির প্রকৃত মালিক হলেও জমিতে উঠতে পারছেনা বলে গনমাধ্যমকে জানিয়েছেন এলাকাবাসী।সরেজমিনে গিয়ে জানতে পারা যায় যে, মোহাম্মদ আলী ২০০৫ সালে জমিটি ক্রয় করে।উক্ত জমিতে ৫ বছর চাষাবাদ করার পর আর আবাদ সাবাদ করতে পারেনি কিছু কুচক্রী মহলের কারণে।
মোহাম্মদ আলীর সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি ২০০৫ সালে মোঃ আতিয়ার রহমানের কাছ থেকে ২২ শতক জমি ক্রয় করি যাহার জে এল নং৪১, খতিয়ান নং২৯/৬,দাগ নং ৯/২৬ ।এইজমিটি ক্রয় করার পর আমি আবাদ করলেও দীর্ঘ ১৮ বছর ধরে কোট কাচারী করে সর্বশান্ত হয়ে গেছি।এবারেও বিবাদী গনের মামলা টি খারিজ হয়ে যায়। তার পরেও এই এলাকার ১।মিন্টু মিয়া,২।মহউবর,৩।মিলন,৪। আশরাফুল। এদের কারণে আমি জমির প্রকৃত মালিক হলেও জমিতে নামতে পারছিনা। জমিতে নামলে ডাংগা মারাসহ জমির ফসল পর্যন্ত নষ্ট করে দিচ্ছে বারবার। আমি এদের হাত থেকে নিজেকে এবং জমিটি রক্ষা করার জন্য সাংবাদিক ভাই দের কলমের লিখনির মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছি।।
আরো পড়ুন দৈনিক তালাশ টাইমস্ এ