মোকাররম হোসেন পিয়াস দাগনভুঞা ফেনী
দাগনভূঞা পৌর এলাকাধীন নামার বাজারে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় দাগনভুঞা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩নং ওয়ার্ডে নির্মিত দাদনার খালের গার্ড ওয়ালটি নির্মাণের ছয় বছরের মাথায় বিভিন্ন অংশে ফাটল ও ধ্বসে পড়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ( বিসিসিটি) এবং পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অর্থায়নে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান দাগনভূঞা পৌরসভার তত্ত্বাবধানে ৪ (চার) কোটি টাকার চুক্তি মূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ আহম্মদ, মেসার্স আনোয়ার হোসাইন ও মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ২০১৭সালের আগষ্টে উক্ত প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হুদা সেলিম জানান, এ গার্ড ওয়ালটির বিভিন্ন অংশের ধ্বস যখনই আমার নজরে আসে ঠিক তখনই আমি মেয়র মহোদয় ও পৌরসভার প্রধান প্রকৌশলীকে সংস্কারের জন্য বলি। তাৎক্ষণিকভাবে মেয়র ও প্রকৌশলী বিষয়টি পরিদর্শন করে গার্ড ওয়ালটি সংস্কারের বিষয়টি চুড়ান্ত করেন। বর্তমানে বিষয়টি সংস্কারের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন জানান,গার্ড ওয়ালের বিভিন্ন অংশে ফাটল খুব শীঘ্রই সংস্কার করা হবে। স্থানীয়রা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান গুলোর অধিক ব্যবসা করার লোভে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায়, পরিমাণমত রড ও কাঁচা মাল ব্যবহার না করায় এ দেয়ালটি এখন হুমকির মুখে। এলাকাবাসীরা কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এবং গার্ডওয়ালটি রক্ষার দাবি জানান।