বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তাই দেশের মানুষকে ভালোবাসা দিতে চাই। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের দায়িত্ব নিতে চাই।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান আরও বলেন, দেশে বেকারত্ব দূর করতে চাই। মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ নেতা-কর্মীদের নির্যাতন করেছে, খুন গুম করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অনেক সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছে সেইসব সাধারণ মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।
জনসমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাবিব পলিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, বিএনপি’র সাবেক সংসদ সদস্য ড. নিলুফার চৌধুরী মনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসার ড. ওয়াদুজ্জামান সরকার, ময়মনসিংহ বিভাগীয় বিএনপি নেতা মোহাম্মদ শফিকুল আলম, আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি মো: ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
জনসমাবেশে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।