ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত

50
এনামুল কবির, বানারীপাড়া:- 
ডিসেম্বর ১৭, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বানারীপাড়ার সড়ক দুর্ঘটনায় নিহত হন ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায়।

বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বন্দর বাজারের মৎস্য আড়ৎদার সুধীর রায়ের ছেলে ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭)। সদা হাসোজ্জ্বল, সদালপী, পরোপকারী ও বিনয়ী সুদর্শন যুবক সুশান্ত রায়। এ বছর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার কথা ছিল তার। লেখাপড়ার পাশাপাশি সুশান্ত রায় বন্দর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করত সুশান্ত।

জানাগেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন আনুমানিক দুপুর ২ টার দিকে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের মাছরং ব্রিজে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্বরূপকাঠি উপজেলার কুনিয়ারী এলাকা থেকে বানারীপাড়ায় আসার পথে মাছরং ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক যাত্রী ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) ও চালক রাকিব (২৮) গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় সুশান্ত রায়কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে সুশান্ত রায় মারা যায়।

১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য করা হয়।

সড়ক দুর্ঘটনায় সকলের প্রিয় সুশান্ত রায়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে পাহাড় সমান শোক। বাবার সামনে ছেলের মৃত্যু এ অত্যান্ত হৃদয় বিদারক।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।