ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সহ দুইজন নিহত

50
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি(৪৫) এবং মোটরসাইকেল আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫)। এদের মধ্যে দীপক কাপাসিয়া গোপি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে।

অপরদিকে খন্দকার মামুনুর রহমান ফরিদপুর জেলার সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার(১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়া নামক স্থানে ঘটেছে।

ভাঙ্গা থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান জানান,ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি মারা যান। তার সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন অজ্ঞাতবাসটি অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।