ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেল-অটো সংঘর্ষে খালিদ মাতুব্বর (১৭) নামের এক জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে ফেরদৌস মাতুব্বর (১৮)।
সোমবার (১৬ ডিসেম্বর) নগরকান্দা-জয়বাংলা সড়কের বালিয়া ব্রীজের পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মাতুব্বর (১৭) নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে। আহত ফেরদৌস মাতুব্বর (১৮) নগরকান্দা গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে।
নগরকান্দা থানার এসআই মোঃ ইরানুল ইসলাম বলেন মোটরসাইকেল-অটো দুর্ঘটনায় খালিদ মাতুব্বর নামের একজনের মুন্ডু আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল চালক ফেরদৌস মাতুব্বর আহত হয়, তাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটন স্থানে গিয়ে জানা যায় নিহতের মাথা তার বডি থেকে প্রায় দু’শ গজ দূরত্বে থেকে পুলিশ উদ্ধার করে।দুর্ঘটনা ঘটনাকৃত অটো গাড়িটির এখনো সন্ধান পাওয়া যায়নি।