সচিবলায়ের আগুন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এ আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশে এখনও পরাজিত স্বৈরাচারের দোসররা গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। আমলাতন্ত্রে হউক, পুলিশে হউক, সবাই তো পরিবর্তন হয়নি। তারা গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে আছে। দেশকে শান্তি, স্থিতিশীল রাখতে জীবন দিচ্ছেন নয়নের মতো ছেলেরা।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জয়ের ৩০০ বিলিয়ন ডলার পাচারের তথ্য পাওয়া গেছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাই বের করেছে। সরকার পালিয়ে গেলেও, বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইল গুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।
বিএনপি’র এই নেতা আরো বলেন, অন্তর্বতিকালীন সরকার আন্দোলনের ফসল। নয়নের ব্যাপারে শুধুমাত্র একটা শোক বানী ও শোক প্রস্তাব দিয়ে হবে না। নয়নের পরিবারকে বাঁচাতে উপযুক্ত দায়িত্ব নেয়ার আহবান জানাচ্ছি। এসময় তিনি ১ মাসের মধ্যে নয়নের পরিবারের একজনকে চাকুরী দেয়ার আল্টিমেটাম দেন। এরপরও যদি চাকুরী না হয়, তাহলে বিএনপি ক্ষমতায় এলে এই পরিবারের একজনের চাকুরীর ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসে কর্মরত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছেন বলে জানান রুহুল কবির রিজভী।
পরিবারের সাথে সাক্ষাৎ শেষে নিহত ফায়ার ফাইটার নয়নের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব নিক্সন পাইকার, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।