ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আলো বেগম (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলে গৃহবধূ আলো বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ আলো বেগম রাজধানীর খিলগাঁও থানার শেখের জায়গায় এলাকার হান্নান মিয়ার মেয়ে। গৃহবধূ আলো বেগম জানান, গত ১৩ বছর আগে আলো বেগমের সঙ্গে রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে রুবেল মিয়ার সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়।

বিয়ের সময় আলোর বাবা হান্নান মিয়া যৌতুক হিসেবে রুবেল মিয়াকে ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার দিয়ে দেন। এরপর তাদের সংসারে কুরেইশী (১২) ও আনাস মোরসালিন (৯) দুটি ছেলে সন্তানের জন্ম হয়৷ গত বেশ কিছুদিন ধরেই রুবেল মিয়া, শাশুড়ি রসুনুল্লাহ ও ননদ নাজমিন বেগম মিলে আলো বেগমকে তার বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার কথা বলে আসছিলেন। গত ২৭ ডিসেম্বর স্বামী রুবেল মিয়া ও শশুর বাড়ির লোকজন আলো বেগমকে আবারো পাঁচ লাখ টাকা এনে দেওয়ার কথা বলেন।

এ সময় আলো বেগম টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী রুবেল বিয়া ও শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারি ভাবে পিটিয়ে অমানুষিক নির্যাতন বাড়ি থেকে বের করে দেন। টাকা না এনে দিলে রুবেল মিয়া আলোকে তালাক দিবে বলে ও হুমকি-ধমকি প্রদান করেন।

পরে আমার পরিবারের লোকজন আমাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আহত অবস্থায় ভর্তি করান। এ ব্যাপারে স্বামী রুবেল মিয়া সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।