ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় অপরাধ বন্ধে জনসচেতনতামূলক আলোচনা সভা , ৫’শ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভা, ও শীতবস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল তানজির আহম্মেদ।
এ সময় কাঁঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম, জগদল সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মোতালেব হোসেন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার, জগদল মসজিদের ইমাম মোজ্জামেল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।