ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে আটক করে এবং মাদক বিক্রিতে সহায়তার অপরাধে তিন সহায়তাকারীকে ১৫ দিন করে জেল দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে বুধবার দুপুর একটার দিকে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক ও ৩ মাদক বিক্রির সহায়তাকারীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মাদক বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার উপ পরিদর্শক মোঃ মোশারফ হোসেন সহ ভাঙ্গা থানার পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরির হাট বাজারে মাদক বিক্রির সহায়তার অপরাধে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে শহিদুল ইসলাম ( ৪০), ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তাইস উদ্দিনের ছেলে বাদশা মাতুব্বর (৫০) এবং একই ইউনিয়নের সুখনি গ্রামের তাজেল সরদারের ছেলে হারুন সরদার (৫৫)কে উল্লেখিত কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা বকুল শেখ (৩৮) কে আটক করা হয়। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আসফরদি গ্রামের ইউসুফ শেখের ছেলে। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত একটি মামলা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়। এছাড়া মাদক বিক্রির সহায়তা করার অপরাধে তিন মাদক সহায়তা কারীকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় এক মাদক ব্যবসায়ীকে আড়াইশো গ্রাম গাঁজা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলা হয়েছে। কারাদণ্ড প্রাপ্তদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।