১ জানুয়ারী ২০২৫ দেশের সর্ববৃহৎ যুব প্লাটফর্ম “ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ” এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ওয়াই সি বি র একনিষ্ঠ কর্মকর্তা হিসেবে জামালপুরে কেঁক কেটে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ” এর ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
উক্ত উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ এর ময়মনসিংহ ডিভিশনাল ইয়ূথ কাউন্সিলর মো: খোরশেদ আলম, জামালপুর জেলার ডিষ্ট্রিক ইয়ূথ কাউন্সিলর মো: অলি আহমেদ, সাব ডিষ্ট্রিক ইয়ূথ কাউন্সিলর মো: আলাউদ্দিন আলাল, উপজেলা ইয়ুথ এম্বাসেডর মো: সাইদুর রহমান, ভলেন্টিয়ার মো: কামরুল ইসলাম, শেরপুর জেলার ডিষ্ট্রিক ইয়ূথ কাউন্সিলর আলমিনা জাহান আশপি, সাব ডিষ্ট্রিক ইয়ূথ কাউন্সিলর সুমাইয়া আক্তার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি মো : রাশেদিন আবেদীন খোকন, সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, কার্যকরী কমিটির সদস্য মো: লিটন, মো: মোয়াজ্জেম হোসেন প্রমুখ।