ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

50
লিটন হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
ডিসেম্বর ৩১, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ৯ টি ওয়ার্ডের ১ শত ৭ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সলপ ইউনিয়নের প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও এক অসহায় বদ্ধার বাড়িতে গিয়েও কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় ইউনিয়নের প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, আমি সলপ ইউনিয়নে দায়িত্ব নেওয়ার পর থেকে অসহায়দের জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে শীত মৌসুম আস্তে আস্তে প্রচুর শীত পড়তে শুরু করেছে তাই অসহায় ও দুস্থদের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সার্বিক সহযোগিতায় সলপ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১ শত ৭ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

তিনি আরো বলেন যার যার অবস্থান হতে দেশবাসী গণমানুষের জীবনমান উন্নয়নে কাজ করলে বাংলাদেশ নিঃসন্দেহে নিজস্ব জনসম্পদ দিয়ে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। তাই সরকারি সহযোগিতার পাশাপাশি সামাজিক সংগঠন এবং সমাজের বৃত্তবাদ এই সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান ও জানান তিনি। কম্বল পেয়ে স্থানীয় ষাটোর্ধ ছমিরা বেওয়া বলেন, “কয়ডা দিন ধইরা শীতে মরতাছি। কেউ খোঁজ নেয় না।

এরা কম্বল দিছে।এহন আর শীত নাগবো না।” এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আব্দুল মান্নান গ্লোবাল টিভি ও ঢাকা জার্নালের প্রতিনিধি মো. ময়নুল হোসাইন সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যগন ও কম্বল নিতে আসা অসহায় ও দুস্থ ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।