ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

50
আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
জানুয়ারি ১, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরব,ঐতহ্য,আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে ১ জানুয়ারী ২০২৫ বুধবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আয়োজনে দিনটি নানা কর্মসূচীর মধ্যো দিয়ে দিবসটি শেষ করেন।

তার মধ্যে জাতীয় পতাকা, ছাত্রদলের দলীয় পতাকা উত্তলন, দোয়ার আয়োজনসহ বর্ণাঢ্য র‍্যালী করেছেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও উপজেলা বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা।১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মাহফুজুর রহমান মামুন (ব্যাপারী) যুগ্ন সাধারণ সম্পাদক, আবু হাসান সোহেল (মনা),উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক,আবুল কাশেম কৃষকদলের সভাপতি,আপেল সিকদার সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক,মিজানুর রহমান মিন্টু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক,সদস্য সচিব মাইদুল হোসাইন ও উপজেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

দিনের শুরুতেই উপজেলা দলীয় কার্যালয়ে নেতাকর্মীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলন করার পর পরেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল আহতদের সুস্থ কামনা করেন পাশাপাশি  যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা  করে দোয়া করেন উপস্থিতি সকল নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালী বের করে উপজেলা বাস টার্মিনাল হয়ে সাদ্দাম মোড় ঘুরে জামতলা দিয়ে দলীয় কার্যালয়ে এসে র‍্যালীটি শেষ করেন।

র‍্যালী শেষ করে উপজেলা ছাত্রলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু বক্তব্যে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে নিহত ব্যক্তিদের মাগফেরাত কামনা করেন এবং বলেন  ছাত্রলীগরা যে অপকর্ম করার কারণে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, অভিভাবকদের কাছে ঘৃণার পাত্র হয়েছে আমরা উপজেলা ছাত্রদল সেরকম কোন কাজে লিপ্ত থাকবো না আমরা ভালো পড়াশোনার পাশাপাশি ভালো কাজ করে সমাজে সুনাম অর্জন করবো এবং অভিভাবকরা সেটা দেখে যেনো মনে করেন ছাত্রদল একটি সুশিক্ষা একটি ভালো রাজনৈতিক দল।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।