সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বেড়েছে শীতের প্রকোপ সেইসাথে বেড়েছে শীতবস্তের চাহিদা । টানা কয়দিন শৈত্যপ্রবাহে বাংলাদেশের বিভিন্ন জেলার ন্যায় টাঙ্গাইলেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে । টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গ্রামীণ জনপদে অসহায় দরিদ্র মানুষেরা শীতে কষ্ট করছে ।
এরমধ্যে সরকার কর্তৃক উপজেলার বিভিন্ন গ্রামে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে কম্বল বিতরণ করা হচ্ছে । কিন্তু ঘরের বাহিরে যেতে হলে দরকার শীতবস্ত্রের । গ্রামীন জনপদের কারো কারো নতুন শীত বস্ত্র ক্রয় করার ক্ষমতা থাকলেও অধিকাংশ মানুষের নতুন শীত বস্ত্র ক্রয় করার ক্ষমতা নাই । তাই বাধ্য হয়ে বিভিন্ন হাটবাজারে কম দামে পুরাতন শীতবস্ত্র ক্রয় করে শীত নিবারণের চেষ্টা করে যাচ্ছে ।
টাঙ্গাইলের মধুপুর গোপালপুর ধানবাড়ীর বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে পুরাতন শীতবস্তের ভাসমান দোকান । মৌসুমী বস্ত্র ব্যবসায়ীরা ঢাকা থেকে এসব শীতবস্ত্র লট হিসেবে কিনে গ্রাম গঞ্জের হাটবাজারে কম দামে বিক্রি করছে । এর মধ্যে অবশ্য কিছু কিছু গার্মেন্টসের নতুন শীতবস্ত্র যেগুলো রপ্তানি ফেল করেছে সেগুলো কম দামে বিক্রি হচ্ছে । ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে মান ভেদে এসব শীতবস্ত্র পাওয়া যাচ্ছে ।
বস্ত্র ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা যায় কিছু কিছু ধনী মানুষও সন্ধ্যার পর লোক চক্ষুর অন্তরালে এসব শীতবস্ত্র কিনে নিয়ে যাচ্ছে । আবহাওয়া জানুয়ারী মাসে অপরিবর্তিত থাকলে এসব শীতবস্ত্রের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে বলে জানান দোকানীরা ।