ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

ওয়ারেন্টভুক্ত আসামীর হামলায় দুই পুলিশ সদস্য আহত

50
ভোলা জেলা প্রতিনিধি:
জানুয়ারি ৬, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভোলার বোরহানউদ্দিন থানার দুই পুলিশ সদস্যর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

জানাযায়, বড়মানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর বাটামারা আলিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকার নসুর ছেলে মাদকাসক্ত রুবেলের বিরুদ্ধে একটি নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।

পুলিশের দুই সদস্য সোমবার ০৬ (ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতারে অভিযানে গেলে রুবেলের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। এতে ঐ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, বোরহানউদ্দিন থানার এ.এস.আই মো. নুরুল ইসলাম ও এ.এস.আই মোহাম্মদ আলমাস হোসেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।এঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।