ময়মনসিংহ জেলা সিটি কর্পোরেশনের মধ্যে অবৈধ উপায়ে গড়ে উঠা ১৩টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আলোকে প্রতি ইটভাটাকে ৬ লাখ টাকা করে সর্বমোট ৭৮ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
পাশাপাশি উক্ত ১৩টি অবৈধ ইটভাটার মালিককে ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম ও মোঃ রোকন মিয়া ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান সহ সার্বিক সহায়তা প্রদান করেন।
জানাগেছে, ভ্রাম্যমান আদালতে ময়মনসিংহ সিটি করপোরেশন সদরের গন্দ্রপা বাইপাস এলাকার মেসার্স এইচ এম বি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা সহ সম্পূর্ণরূপে ধ্বংস করে ঘুরিয়ে দেওয়া হয় এবং আকুয়া মোড়ল পাড়ার জামান ব্রিকস, মধ্য বাড়েরার রতন ব্রিকস-১ ও শাপলা ব্রিকসকে ৬ লাখ টাকা করে জরিমানা সহ আংশিক ভেঙে দেওয়া হয়েছে।
এছাড়া কান্দাপাড়া রতন ব্রিকস-২, বারের পাড়ার সুরুজ ব্রিকস, সাইফুল ব্রিকস, সুমন ব্রিকস, মধ্য বারেরার জনতা ব্রিকস, উজান গাগরার মামুন সুপার ব্রিকস, উজান বারেরার এশিয়া ব্রিকস, সেবা এবারি ব্রিকস ও দাপুনিয়াট রতন ব্রিকস-৩ কে ৬ লাখ টাকা করে জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। পাশাপাশি সেগুলো বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।