শুভেচ্ছা র্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে রংপুরে ভিডিপি দিবস পালিত হয়েছে । গতকাল রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় রংপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র সাতমাথা মাহিগন্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জনাব রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্কেল আডজুট্যান্ট রাসেল মিয়া । আরো উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন উপজেলার আনসার কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক গন।
জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে বেলনু উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ভিডিপি সদস্য ও দলনেতা দলনেত্রীদের মাধ্যমে কেক কাটা ও ভিডিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় রংপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামান মনির ভিডিপি সদস্যদের উদ্দেশে দেশের চলমান পরিস্থিতির ও আইন শৃঙ্খলার উপর দিক নির্দেশনা প্রদান করেন।
জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুল ইসলাম ভিডিপি দিবস উপলক্ষ্যে রংপুর জেলার সকল ভিডিপি সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল ভিডিপি সদস্যদেরকে রংপুর জেলার গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষায় এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে আরোও কার্যকরী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
পরে তিনি দক্ষ সেচ্ছাসেবক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান করেন।