ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চাঞ্চল্যকর অপহরণ পূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার

50
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

র‌্যাব এর যৌথ অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার  চাঞ্চল্যকর অপহরণ পূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার।

০৬ জানুয়ারি অনুমান ০৯.০০ মিনিটে ভিকটিমকে তার চাচা মোঃ খয়বার রহমান (৩০) এর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে অপহরণ করিয়া উক্ত আসামীর নিজস্ব মাছের প্রজেক্টের টিনের ঘরে গিয়ে আসামী মোঃ সোহাগ মিয়া (২৫) জোরপূর্বক ধর্ষণ করে।

রাত ১০.৩০ ঘটিকার সময় আসামী মোঃ সোহাগ মিয়া (২৫) এবং  তার সহযোগী অজ্ঞাতনামা আরো ০২ জন আসামীসহ ভিকটিমকে তার বাবার বসতবাড়ীর সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে আশপাশ হতে এলাকার লোকজন আসিয়া ভিকটিমকে ডাক্তার কর্তৃক প্রাথমিক চিকিৎসা করায় এবং ভিকটিম প্রাথমিকভাবে সুস্থ হলে লালমনিরহাট জেলার কালীগজ্ঞ থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক দুপুর  ১২০০ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকা হতে আসামী মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা-মোঃ মমিন আলী, সাং-চন্দ্রপুর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

পরবর্তী কার্যক্রমের জন্য ধৃত আসামীকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।