” খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর চরের বিলের খাসখাল পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে গদাইপুর বাজার চত্বরে পাইকগাছা উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির আমিনুল ইসলাম কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম সরদারের পরিচালনায় এ আরও বক্তব্য রাখেন কাজী ইসতিয়াক আহমেদ, ইন্জিনিয়ার ফারুক আহমেদ, কাজী সিফাত উল্লাহ, কাজী সাইফুল ইসলাম, মোঃ আনিছুর রহমান মোড়ল,হামিদ শেখ,ফজর আলীসহ উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মোঃ মুকুল মোড়ল , মোঃ মতি মোড়ল সহ আরো অনেক প্রমুখ ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।