ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজা সহ দুই সুন্দরী নারীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার(২০ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস , তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন সংবাদপত্রের পরিচয়পত্র জব্দ করা হয়। আটককৃত হলেন, সামিরা শীতল তুবা (১৯) এবং মারিয়া বেগম ( ২১)। এদের মধ্যে মারিয়া শীতল তুবার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায় এবং মারিয়া বেগমের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায়। ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, ১৫ কেজি গাঁজা সহ দুই নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। তাদের আগামী কাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।অভিযান চলাকালে মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক।