ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছা থানাধীন পৌরসভায় পুরন্দপুর মোড়ে শার্ট চুরি ঘটনায় দোকান ভাঙচুর

50
admin
জানুয়ারি ২১, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

শাকিল হোসেন ঝিকরগাছা ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা পৌরসভাস্থ পুরন্দপুর গ্রামের পুরন্দপুর মোড়ে অবস্থিত নিউ স্যানেটারী দোকানে।

আজকে ২০ জানুয়ারি  রাত ৮:২০ ঘটিকায় ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা পৌরসভাস্থ পুরন্দপুর গ্রামের পুরন্দপুর মোড়ে অবস্থিত নিউ স্যানেটারী দোকানে একজন ব্যক্তির শার্ট চুরি সংক্রান্ত তুচ্ছ  বিষয়কে কেন্দ্র করে ভিকটিম বিলাস কুমার গাঙ্গুলি(৪০), পিতা সাধন কুমার গাঙ্গুলি, সাং নারাঙ্গালি, থানা ঝিকরগাছা, জেলা যশোর এর দোকানের ২০- ২২ টি বেসিন ও অন্যান্য মালামাল ভাঙচুর করে ।

ঘটনাটি যারা ঘটিয়েছেন তারা হল মোহন(২৩), পিতা সিরাজুল, সাং পুরন্দপুর স্বাধীন(২৩), পিতা রেজাউল করিম, সাং পুরন্দপুর বিপ্লব(২৫), পিতা নাফিজ, সাং পুরন্দপুর সুমন(২৬), পিতা জামাল, সাং পুরন্দপুর আব্দুল্লাহ(২৪), পিতা ইকবাল, সাং পুরন্দপুর,  সর্ব থানা ঝিকরগাছা,  জেলা যশোর সহ ১২-১৪ জন ব্যক্তি।

ঘটনাসূত্রে জানা যায় যে, ভিকটিমের দোকানের ভাড়াটিয়া আল আমিন(১৬), পিতা আক্তার, সাং রুপদিয়া, থানা কোতয়ালী, যশোর এর ব্যাগে একটি শার্ট কে বা কারা রেখে যায়। এই নিয়ে আল আমিনকে মারধর করার হুমকি দিলে মার্কেট মালিক মো মোস্তাফিজুর রহমান বাবু(৪৬), পিতা আব্দুল মোতালেব বিশ্বাস, সাং পুরন্দপুর এর মধ্যস্থতায় প্রাথমিকভাবে মীমাংসা হয়।

কিন্তু পরবর্তীতে এই শার্ট কে কেন্দ্র করে উপরে উল্লিখিত অভিযুক্ত ব্যক্তিরা মারমুখী আচরণ করে দোকানের ভিতর প্রবেশ করে এবং আনুমানিক ১ লাখ টাকার মালামাল ক্ষতি করে। এই ঘটনায় সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন ভিকটিম- মো জাকির হোসেন(৩৫), পিতা নজরুল,  সাং পুরন্দপুর বিলাস কুমার গাঙ্গুলি(৪০), পিতা সাধন কুমার গাঙ্গুলি, সাং নারাঙ্গালি, উভয় থানা – ঝিকরগাছা,  জেলা যশোর।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।