দারিদ্রতাকে হার মানিয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাশ করেছেন, দরিদ্র ঘরের মেয়ে সাবিকুন নাহার শিনু। তিনি রংপুরের মিঠাপুকুর কলেজের প্রয়াত কর্মচারী শফিকুল ইসলামের মেয়ে । ভর্তি পরীক্ষায় পাশ করার পরও তার মন খারাপ। কারন তার মায়ের পক্ষে পড়াশোনার খরচ জোগান দেওয়া আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে রয়েছে আশঙ্কা।
শিনুর পিতা শফিকুল ইসলাম ২০১৯ সালে মারা যান। তখন থেকেই তার স্ত্রী তাছলিমা খাতুন দুই মেয়েকে সাথে নিয়ে তার ভাইয়ের সংসারে আশ্রিত হন। এরপর কলেজ কর্তৃপক্ষ তাকে স্থায়ী কর্মচারী হিসাবে উক্ত কলেজে একটি কাজের সুযোগ করে দেন।
শিনুর মা তাছলিমা খাতুন জানান,মেয়ের সাফল্যেয় তিনি খুশি হলেও তার লেখাপড়ার খরচ নিয়ে তিনি শঙ্কিত। মাত্র সাড়ে ৪ হাজার টাকা বেতন পান। এই টাকায় বর্তমান বাজারে সংসার চালানোই কঠিন।
এমন প্রতিকূল অবস্থা ডিঙিয়ে শিনু সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের সেবা দেওয়ার স্বপ্নে আমি চিকিৎসক হতে চাই।কিন্তুু মেডিকেল কলেজে পড়তে তো অনেক টাকার দরকার। আমার মা খরচ বহন করতে পারবেন কিনা এ নিয়ে শঙ্কা হয়।