ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৫ উপলক্ষে জামালপুরে মানববন্ধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

50
খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
মার্চ ১৫, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

১৫ মার্চ ২০২৫, শনিবার জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ে “আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৫” উপলক্ষে মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। “আমাদের নদ-নদীগুলো আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং নদী দূষণ প্রতিরোধের আহ্বান জানানো হয়।

কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন “ধরীত্রী রক্ষায় আমরা (ধরা)”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মাহবুবুর রহমান মহব্বত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সহ-সভাপতি ও জামালপুর জেলা হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, বিশিষ্ট কলামিস্ট মশিউল আলম বাবুল, এসডিও-এর প্রধান নির্বাহী মো: রফিকুল ইসলাম, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আনিসুল হক, অধ্যাপক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন এনজিও ও গণমাধ্যম কর্মী। বক্তারা নদী রক্ষার প্রয়োজনীয়তা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, নদীর দখল ও দূষণ রোধে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বক্তব্য শেষে নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, পরিবেশকর্মীরা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে নদী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এরপর প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ব্রহ্মপুত্র নদীর পাড়ের আবর্জনা পরিষ্কার করেন এবং সবাইকে নদীর আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

কর্মসূচিতে দি প্রাইম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। সার্বিক কর্মসূচিটি সফলভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন “ধরীত্রী রক্ষায় আমরা (ধরা)”-এর সাধারণ সম্পাদক এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। আয়োজক সংগঠন “ধরীত্রী রক্ষায় আমরা (ধরা)” ভবিষ্যতে আরও বড় পরিসরে নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।