ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব থেকে আবারও বিচ্ছিন্ন হয়েছে গাজার সব যোগাযোগ ব্যবস্থা

50
admin
নভেম্বর ১৭, ২০২৩ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। জ্বালানির অভাবে গাজার যত যোগাযোগ ব্যবস্থা ছিল সেগুলোর সব বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি টেলিকম সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান প্যালটেল।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে প্যালটেল বলেছে, গাজার ল্যান্ডলাইন সংযোগ, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে গেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-র প্রধান ফিলিপ লাজ্জারিনিও জানিয়েছেন, জ্বালানির অভাবেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গাজা আবারও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জাতিসংঘের এ কর্মকর্তা বলেছেন, “গাজায় আবারও সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। কারণ সেখানে কোনো জ্বালানি নেই।

আরও পড়ুন:মধ্যপ্রাচ্যে ৬ যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে এবার মুখ খুলল চীন

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর গাজায় স্থলহামলা শুরু করে ইসরায়েল দখলদার বাহিনী। ওইদিন তীব্র বোমা হামলা চালানোর আগে বিশ্বের সাথে সেখানকার সবধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় তারা।

৭ অক্টোবর থেকেই অর্থাৎ হামাস ও ইসরায়েলের মধ্য যুদ্ধ শুরুর পরই গাজায় সব ধরনের সেবা সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। বুধবার প্রথমবারের মতো ছোট এ উপত্যকায় জ্বালানি প্রবেশ করতে দিলেও, সেগুলো শুধুমাত্র জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে তারা। কিন্তু বর্তমানে জ্বালানির অভাবে অন্যান্য সেবার মতো এখন গাজার যোগযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেলো।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।