স্টাফ রিপোর্টার:-
বরিশালের বানারীপাড়ায় প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধনে শিক্ষক সমাজ। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে বানারীপাড়া উপজেলা চত্তরে ইলুহার বিহারী লাল একাডেমী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরপর বরিশাল ২ আসনের এমপি শাহে আলম, উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অফিসার ইনচার্জ বানারীপাড়া এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় । উল্লেখ্য যে, ১৩ নভেম্বর রবিবার সকালে স্কুলে যাবার সময় একই এলাকার সন্ত্রাসী চান্দু আকন এবং তার ছেলেসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে তার পথরোধ করে আতর্কিত হামলা চালায়। এতেও সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি, ঘরের ভিতরে আটকে রেখে নানাভাব নির্যাতনও চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
খবর পেয়ে এলাকাবাসি এবং স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বানারীপাড়া হাসপাতালে নিয়ে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুধাংশু কুমার মন্ডল বাদী হয়ে ওইদিন রাতে উপজেলার ইলুহার গ্রামের চান্দু আকন ও তার ছেলে সজিব আকনকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকে সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত সকল মাধ্যমিক বিদ্যালয়, এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগন এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত সকল সাংবাদিকবৃন্দদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।