ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুল হক মণির জন্মদিন পালন

50
admin
ডিসেম্বর ৬, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইমাম হাসান (সোহান), টাঙ্গাইল জেলা প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধনবাড়ী উপজেলা শাখা , টাঙ্গাইল ।দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে যুবলীগ। পরে বিকেলে দোয়া ও মোনাজাত করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখার কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও অনুষ্ঠান করে যুবলীগ।ধনবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলনের সঞ্চালনায় এ-সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি, মীর ফারুক আহমাদ ফরিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার সাবেক সভাপতি ধনবাড়ী পৌরসভার বর্তমান মেয়র মনিরুজ্জামান বকল, ইকবাল হোসেন তালুকদার সাবেক দপ্তর সম্পাদক ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ,আরশেদুল আলম সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শহিদুল্লাহ ধর্ম বিষয়ক সম্পাদক, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন সহ ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্য। এ সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ধনবাড়ী আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন আলোচনা সভায় বলেন, “সর্বপ্রথম আইয়ুববিরোধী দুইটি আন্দোলনের মুল নেতা ছিলেন শহীদ শেখ ফজলুল হক মণি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মণি। বঙ্গবন্ধু ৬ দফা দাবি দিলে সেই দাবি আদায়ের জন্য ছাত্র-শ্রমিক-নেতাদের মাধ্যমে সফল হরতাল পালন করেন তিনি। “শিক্ষা জীবন শেষ করার পরেও তিনি থেমে থাকেননি। তিনি বিভিন্ন সময় বিভিন্ন হলে গিয়ে ছাত্রদের সংঘবদ্ধ করতেন, আন্দোলনের নির্দেশনা দিতেন। শেখ মণি একদিকে যেমন সাহসী যোদ্ধা ছিলেন, অন্যদিকে তেমনি সাহসী লেখক ও সাংবাদিক ছিলেন। তিনি শুধু যুবলীগের প্রতিষ্ঠাতা নয়, তিনি এদেশের রাজনীতির গতিধারা পরিবর্তনের অন্যতম নেতৃত্ব।”

আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।