ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ট্রেনের নিচে বাছুর পড়ে ফাটলো এয়ার পাইপ

50
admin
ডিসেম্বর ৬, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর জেলার রানীনগর উপজেলা মঙ্গলবার রাত ৭ টার দিকে নওগাঁর রানীনগর লালমনিরহাট আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে য়ায় । সে সময় যওয়া পথে একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে পরে একটি এয়ার পাইপ ভেঙে যায় ।

এ এয়ার পাইপটি মেরামত করতে প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগে । জানা যয়, বিকেল সাড়ে ৩ টার দিকে ট্রেনটি রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি গরুর বাছুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে চাপা পড়ে।

আরও পড়ুন:কাউনিয়ায় লকার ভেঙ্গে মসজিদের টাকা চুরি

এতে ঘটনাস্থলে বাছুরটি মারা যায়। তবে বাছুরের কারণে ট্রেনের এয়ার পাইপটি ভেঙে যায়। ফলে আটকে যায় ট্রেনটি।রানীনগর স্টেশনের মাস্টার আব্দুল খালেক বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টার দিকে রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় একটি বাছুর ট্রেনের নিচে চাপা পড়ে।

মিটার গেজ একটু নিচু হওয়ায় বাছুরটি এয়ার পাইপের সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে এয়ার পাইপটি ভেঙে যায়। এতে ট্রেনটি স্টেশনের রেলগেট এলাকায় আটকা পড়ে। স্টেশন মাস্টার আরও বলেন, পরে সান্তাহার ক্যারেজ ডিপার্টমেন্টের লোকজন এসে এয়ার পাইপটি মেরামত করে। এরপর রাত ৭ টা ১২মিনিটে স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। নওগাঁ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।