ঢাকাবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে মুরগীর বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

50
admin
ডিসেম্বর ৭, ২০২৩ ৭:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কে মুরগীর বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে গাড়ীর কেবিনের অংশ পুড়ে গেছে এবং গাড়ীতে থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা গেছে। এ ঘটনায় গাড়ী চালক আহত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা বগুড়া মহাসড়কে উপজেলার টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। শাহজাদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নাজিম উদ্দিন জানান, টেটিয়ারকান্দা এলাকায় দুর্গাদহ সিএনজি ফিলিং স্টেশনের কাছে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন:বিএনপি-জামায়াত নাশকতা করলে দাঁতভাঙ্গা জবাব দিবে এ্যাডঃ- জামাল হোসেন মিয়া

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, একটি মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যান মাওনা থেকে পাবনার যাওয়ার পথে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ীর গতিরোধ করে মশাল দিয়ে গাড়ীর কেবিনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ীর কেবিনের অংশ এবং গাড়ীতে থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।