আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কে মুরগীর বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে গাড়ীর কেবিনের অংশ পুড়ে গেছে এবং গাড়ীতে থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা গেছে। এ ঘটনায় গাড়ী চালক আহত হয়েছেন।
বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে পাবনা বগুড়া মহাসড়কে উপজেলার টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। শাহজাদপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নাজিম উদ্দিন জানান, টেটিয়ারকান্দা এলাকায় দুর্গাদহ সিএনজি ফিলিং স্টেশনের কাছে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন:বিএনপি-জামায়াত নাশকতা করলে দাঁতভাঙ্গা জবাব দিবে এ্যাডঃ- জামাল হোসেন মিয়া
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, একটি মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যান মাওনা থেকে পাবনার যাওয়ার পথে দুর্বৃত্তরা মশাল নিয়ে গাড়ীর গতিরোধ করে মশাল দিয়ে গাড়ীর কেবিনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ীর কেবিনের অংশ এবং গাড়ীতে থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।