মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার জামালপুরের তত্ত্বাবধানে এমএসটিএল ব্রহ্মপুত্রের মাধ্যমে প্রস্তুতকৃত সার সুপারিশ কার্ড বিতরণ ও সরেজমিনে ভেজাল সার সনাক্ত করণ বিষয়ক এক দিনের কৃষক প্রশিক্ষণ দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর বালিকা উচ্চবিদ্যালয়ের হল রুমে, অনুষ্ঠিত হয়।
৮ ডিসেম্বর শুক্রবার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ঢাকা অ্যানালাইটিক্যাল সার্ভিসেস ,পরিচালক ড.মো. আবদুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক গবেষণাগার এসআরডিআই জামালপুর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ.খ.ম.মুর্শেদুর রহমান রহমান, বক্তব্য রাখেন জিগাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহমান নান্নু, প্রশিক্ষণ শেষে এমএসটিএল ব্রহ্মপুত্রের মাধ্যমে প্রস্তুতকৃত ৫০ টি সার সুপারিশ কার্ড কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করুন, অধিক ফসল ঘরে তুলুন এই শ্লোগানকে সামনে রেখে এমএসটিএল ব্রহ্মপুত্র জামালপুর ও শেরপুর এবং নেত্রকোনা জেলার ৫টি উপজেলায় উক্ত কর্মসুচী পালন করেছে। বক্তারা বলেন মাটি পরীক্ষা করে সার দিলে ফসলের ফলন বাড়বে, সারের অপচয় কমবে, ফলে উৎপাদন খরচ কম হবে, সর্বোপরি মাটির স্বাস্থ্য ভালো থাকবে।
আরও পড়ুন:ধনবাড়ীতে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ যান্ত্রিক যুগে কৃষি
বক্তারা আরো বলেন, আমাদের দেশে বাজারে প্রাপ্ত মাইক্রোনিউট্রিয়েন্টস সারগুলো বেশীরভাগ ভেজাল। সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ প্রশিক্ষণের মাধ্যমে তারা ঘরে বসেই পানিতে সার সমুহ দ্রবীভুত করার বুঝতে পারবে সার সমুহ ভেজাল না আসল।